সিটবেল্ট না পরায় প্রিন্সকে সতর্ক করলো ব্রিটিশ পুলিশ

|

গাড়ি চালানোর সময় ট্রাফিক আইনের ব্যত্যয় করে সিট বেল্ট ছাড়াই গাড়ি চালানোর জন্য ব্রিটেনের প্রিন্স ও রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ফিলিপকে সতর্ক করেছে ব্রিটিশ পুলিশ।

রোববার লন্ডনের পত্রিকায় প্রকাশিত একটি ছবিতে দেখা গায় প্রিন্স ফিলিপ রাণীর ব্যক্তিগত স্যান্ডিনগ্রাম এস্টেটে সিট বেল্ট না বেঁধেই নতুন ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার চালাচ্ছেন।

নোরফক কাউন্টি পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই ছবির দেখার পরই পুলিশ প্রিন্সকে পরবর্তীতে গাড়ি চালানোর ব্যাপারে কিছু পরামর্শ ও সতর্কবানী প্রদান করে।

উল্লেখ্য, প্রিন্স ফিলিপ (৯৭) ইংল্যান্ডের পূর্বাঞ্চলে নোরফকে কাউন্টি বাসভবনের কাছে মাত্র দুদিন আগে বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনার সময় তার ফ্রিল্যান্ডারটি উল্টে যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply