প্রথম বৈঠকে নতুন মন্ত্রিসভা

|

নতুন মন্ত্রিসভার সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় বৈঠক। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সড়কমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, শিক্ষামন্ত্রী ড. দীপু মনিসহ সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীকে নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা সাজিয়েছেন তিনি।

নতুন মন্ত্রিসভা গঠনের পর গত ১৪ জানুয়ারি সোমবার প্রথম বৈঠক করার সুযোগ থাকলেও প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে ওইদিন বৈঠক ডাকা হয়নি। আগামী ৩০ জানুয়ারি সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, তার খসড়া অনুমোদন ছাড়াও গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) আইন ২০১৯’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনসহ মোট ৬টি বিষয় মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হবে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply