উন্নয়ন প্রকল্পে নজরদারি আরও বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

|

উন্নয়ন প্রকল্পে নজরদারি আরো বাড়াতে হবে। তাহলেই বাস্তবায়নের গতি বাড়বে। এজন্য সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নতুন সরকারের প্রথম একনেক সভার শুরুতে বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় আলোচনা আটটি টি প্রকল্প অনুমোদন পেয়েছে। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে এক হাজার ৮৯৩ কোটি টাকা। মেয়র হানিফ ফ্লাইওভার ও ডেমরায় সুলতানা কামাল সেতু সংযোগ মহাসড়ক চার লেন করার করার সিদ্ধান্ত নিয়েছে, একনেক। এতে ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা। সভায় শিল্প স্থাপনের সময় পরিবেশ রক্ষায় ইটিপি স্থাপনের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply