শহীদ মিনারে বুলবুলকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

|

কিংবদন্তি সুরকার-সঙ্গীত পরিচালক ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানাতে নেয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। বিশিষ্ট এ সঙ্গীতজ্ঞের মরদেহ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

সকাল ১১টা পর্যন্ত সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানাচ্ছিলেন।

মঙ্গলবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য আহমেদ ইমতিয়াজ বুলবুল একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব আনুষ্ঠানিকতা শেষে বুধবার বিকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply