তাবলীগের দু’পক্ষে সমঝোতা, ফেব্রুয়ারিতে ইজতেমায় থাকবেন না মাওলানা সাদ

|

তাবলীগ জামাতের বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রীর সাথে দুইপক্ষের বৈঠক শেষে সাংবাদিকদেরকে তিনি এ কথা জানান।

মন্ত্রী আরও জানান, সমঝোতার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছেন। এবং ইজতেমায় ভারতের বিতর্কিত মাওলানা সাদ অংশ নেবেন না।

মাওলানা সাদের পক্ষে-বিপক্ষে তাবলীগের দুটি গ্রুপ তৈরি হয়েছে। ইসলাম ধর্মীয় কিছু বিষয়ে তার বিতর্কিত ফতোয়ার প্রেক্ষিতে কয়েক বছর ধরে তাকে নিয়ে সংগঠনটিতে অস্থিরতা চলছিলো। টঙ্গীর ইজতেমা ময়দানে এ নিয়ে গত ডিসেম্বরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

এরপর সরকারের মধ্যস্থতায় গত দুই মাস ধরে একাধিক সমঝোতা বৈঠক হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply