ভিজিডি চাল আত্মসাতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

|

বরিশাল ব্যুরো

ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ আমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুরে নগরীর চৌমাথা এলাকা থেকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে চেয়ারম্যান আমানুল্লাহ আমান ও একই পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন খানের বিরুদ্ধে গত ২৭ নভেম্বর বন্দর থানায় মামলা দায়ের করেন দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাশেম কাজী।

মামলার বাদি আবুল হাশেম কাজী জানান, চাঁদপুরা ইউনিয়নে ২৫১ ভিজিডিকার্ডধারী উপকারভোগীর জন্য প্রতিমাসে ৩০ কেজি করে ৭ দশমিক ৫৩০ মেট্রিক টন চাল বরাদ্ধ দেয়া হয়। আর পরিপত্র অনুযায়ী প্রতিমাসের চাল প্রতি মাসেই উত্তোলন করে নিয়োগকৃত ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরণ করতে হবে। কিন্তু ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে বরাদ্দকৃত মোট ২২ দশমিক ৫৯০ মেট্রিক টন চাল উত্তোলন করলেও তা বিতরণ করেন নি। পরবর্তীতে একই বছরের ২১ ডিসেম্বর ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে ৩ মাসের চাল একবারে বিতরণ করেন। প্রত্যেককে ৯০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও তিনি ৭০ কেজি করে চাল দেন। একাজে তাকে সহযোগিতা করেন ৯ নম্বর ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে ইউপি চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

ওই মামলায় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনকে এর আগে গ্রেফতার করা হয়। সে বর্তমানে জামিনে রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply