টেকেরহাটে ভুয়া ডাক্তার ও হাসপাতাল মালিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

|

প্রদ্যুৎ কুমার সরকার, মাদারীপুর
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে এক ভূয়া ডাক্তারসহ ৪টি প্রাইভেট হাসপাতালের মালিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ৪টি প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিল মম ও রেক্সোনা খাতুন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিল মম জানান, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলামের নির্দেশনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় বাকচী ডেন্টাল কেয়ারের মালিক ও ভুয়া ডাক্তার সুবীর বাকচীকে ১ বছর, রোকেয়া প্রাইভেট হাসপাতালের মালিক মনিরুজ্জামান মনিরকে ৬ মাস ও টেকেরহাট সিটি প্রাইভেট হাসপাতালের অন্যতম মালিক মোঃ রফিকুল ইসলামকে ৩ মাস কারাদণ্ড এবং অনিয়মের অভিযোগে ইউএস মডেল প্রাইভেট হাসপাতালের মালিক সৈয়দ সোহেলকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ রইসউদ্দিন জানান, অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply