‘রোহিঙ্গাদের মাঝে সামরিক-বেসামরিক সমন্বিত কার্যক্রম মানবিক সহায়তার উজ্বল দৃষ্টান্ত’

|

দুর্যোগ প্রতিরোধ সম্ভব নয়, দূরদর্শী কাজের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় সিভিল-মিলিটারি মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় গ্রুপের চতুর্থ সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে বিশ্বে ক্ষতিগ্রস্ত ১০টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান নবম। সরকার টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম গ্রহণ করেছে। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধারকাজে সেনাবাহিনীর প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের মাঝে সামরিক-বেসামরিক সমন্বিত কার্যক্রম মানবিক সহায়তার উজ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী জানান, নেদারল্যান্ডস সরকারের সহায়তায় বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সুশীল সমাজকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply