নাটোরে ৮ জুয়াড়ীকে আটক করেছে ডিবি পুলিশ

|

স্টাফ রিপোর্টার,নাটোর:

নাটোরে বাগাতিপাড়া থেকে জুয়া খেলার সময় বাড়ির মালিক সহ ৮ জুয়াড়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাকা গ্রামের শহিদুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তাস ও জুয়া খেলায় ব্যবহৃত টাকা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, উপজেলার পাকা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে শহিদুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে সেখানে প্রতিদিন নিয়মিত জুয়া খেলার আসর বসানো হয়। এই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোরে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে জুয়া খেলা অবস্থায় বাড়ির মালিক শহিদুল ইসলাম সহ ৮ জুয়ারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হল বাড়ির মালিক পাকা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে শহিদুল ইসলাম, একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মিনারুল ইসলাম , মজিবর রহমানের ছেলে মোমিন আলী , মহসিন আলীর ছেলে এনামুল হোসেন ও মৃত আহাদ প্রামানিকের ছেলে হারান প্রামানিক এবং রাজশাহীর বাঘার হরিপুর সরকার পাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে আনোয়ার হোসেন তানজিল, পাঁচ পাড়ার মৃত বাহার প্রামানিকের ছেলে জামরুল ইসলাম ও চকর পাড়ার বুদি সরদারের ছেলে লিটন সরদার।

পরে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বাগাতিপাড়া থানায় সোপর্দ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply