বর্ষার আগেই কীর্তনখোলার ভাঙ্গন ঠেকানো হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

|

বরিশাল ব্যুরো

আসন্ন বর্ষা মৌসুমের আগেই কীর্তনখোলা নদীর ভাঙ্গন রোধের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম। এজন্য পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিকনির্দেশনা দেয়াও হয়েছে।

আজ বৃহস্পতিবার বরিশালে কীর্তনখোলা নদীর দুই প্রান্তে বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

সকালে নগরীর পলাশপুর এলাকায় কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত ভাঙ্গন কবলিত সিটি কর্পোরেশনের পানি শোধনাগারটি পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। এরপর সদর উপজেলার চরবাড়িয়া ও চরকাউয়া ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি নদীর গর্ভে ভিটামাটি হারানো পরিবারগুলোকে শান্তনা এবং বর্ষা মৌসুমের আগেই ভাঙ্গন রোধের আশ্বাস দেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ পানি উন্নয়ন বোর্ড ও খুলনা শিপইয়ার্ডের কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply