এ বিজয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর: রিজভী

|

রুহুল কবির রিজভী আহমেদ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের মাধ্যমে জনগণের সাথে তামাশা করা হয়েছে, ঠাট্টা করা হয়েছে।

আজ শনিবার সকালে নয়া পল্টনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রিজভীআরও বলেন, ‘যারা ভোট দিযেছেন, যারা দেননি তাদের ধন্যবাদ দেয়া’র কথা বলেছেন প্রধানমন্ত্রী। বাস্তবে এটি মানুষের সাথে ঠাট্টা ছাড়া কিছু নয়। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই প্রকৃত ধন্যবাদ পাওয়ার যোগ্য।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর দেশের মানুষ বা আওয়ামী লীগ বিজয়ী হয়নি। এ বিজয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে রিজভী বলেন, অসুস্থতার কথা বিবেচনা না করেই তাকে বারবার আদালতে আনা হচ্ছে। তাকে শারীরিকভাবে লাঞ্চিত করতে, দূর্বল করতে সরকার এমনটি করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা।

তারেক রহমানকে দল থেকে ২ বছরের জন্য সরে যাওয়া উচিত জাফরুল্লাহ চৌধুরীর কেমন বক্তব্য দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে জানিয়ে রিজভী আরও বলেন, জাফরুল্লাহ আমাদের একজন শুভাকাঙ্ক্ষী। কিন্তু তিনি বিএনপির কেউ নন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply