পটুয়াখালীতে পুলিশ সেবা সপ্তাহ পালিত

|

পটুয়াখালী প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়েছে। পুলিশকে সহায়তা করুন,পুলিশের সেবা গ্রহণ করুণ শ্লোগানে রবিবার সকাল ১০ টায় শহরের পুলিশ লাইন থেকে এক বণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর থানায় গিয়ে শেষ হয়। র‍্যালির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব শাহ্জাহান মিয়া।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একমাত্র পুলিশ বাহিনী তারা রৌদ্র-বৃষ্টি উপেক্ষা করে জনগণকে সেবা প্রদান করেন। তাদের কোন উৎসব নেই,তারা দিন রাত ২৪ ঘন্টা জনগনকে সেবা প্রদান করে। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পুলিশ বাহিনীর বিকল্প নেই।

পরে অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মইনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী, সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, জেলা মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার আঃ হা‌লিম, ক‌মিউ‌নি‌টিং পু‌লি‌শের সাধারণ সম্পাদক প্র‌ফেসর আঃ রব আকন, সভাপ‌তি আঃ সালাম প্রমুখ।

বক্তারা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের তথ্য দিয়ে তার বিরুদ্ধে সবাইকে রুখে দাড়ানোর আহ্বান জানান। এছাড়া প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে পু‌লিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, দে‌শের অন্যান্য জেলার তুলনায় পটুয়াখালীর আইন শৃংখলা প‌রি‌স্থি‌তি অ‌নেক ভাল। এখা‌নে কোন রক‌মের জঙ্গীর বিচরণ নাই, সন্ত্রাসী কার্যক্রম হয়না। তি‌নি ব‌লেন, জেলা‌কে মাদকমুক্ত ঘোষণার ল‌ক্ষ্যে পু‌লিশ নিরলস ভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে। যা আগামী‌তে অব্যাহত থাক‌বে। তি‌নি ব‌লেন, সাধারণ মানুষ‌কে উদ্বুদ্ধ কর‌তে যে‌কোন সমস্যার জন্য ৯৯৯ কল করার বিষয়‌টি ব্যাপক সাড়া জা‌গি‌য়ে‌ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply