পণ্য আমদানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক

|

এবার বিদেশ থেকে কোন পণ্য আমদানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়েছে।

ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, স্থল শুল্ক স্টেশন দিয়ে অনুমোদিত পণ্য তালিকার বাইরে অন্য পণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্র (লেটার অব ক্রেডিট—এলসি) খোলা যাবে না।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, সাম্প্রতিক সময়ে স্থল শুল্ক স্টেশন দিয়ে অনুমোদিত পণ্য তালিকার বাইরে বিভিন্ন পণ্য আমদানির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা অনভিপ্রেত। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, এখন থেকে স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের এসআরও নং-২৩৭-আইন/২০১৮/৩৯/শুল্ক-এর নির্দেশনা মোতাবেক অনুমোদিত পণ্য ছাড়া অন্য পণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্র খোলা যাবে না। এ ব্যাপারে প্রতিটি ব্যাংকের শাখাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নির্দেশ দেওয়া হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply