২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৪৩৯ জন নিহত

|

২০১৮ সালে সারাদেশে তিন হজার ১০৩ টি সড়ক দুর্ঘটনায় চার হাজার ৪৩৯ জন নিহত ও সাত হাজার ৪২৫ জন আহত হয়েছেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ‘নিরাপদ সড়ক চাই’ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এসব তথ্য তুলে ধরেন।

লি‌খিত বক্ত‌ব্যে ইলিয়াস কাঞ্চন ব‌লেন, হাসপাতা‌লে ভ‌র্তির পর ৭৪০ জন মারা গে‌ছেন। ত‌বে মৃত্যুর সংখ্যা ২০১৭ সা‌লে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও ২৪৬ জন বেশি ছিল।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনার জন্য অন্যতম প্রধান কারণ প্রশিক্ষণবিহীন চালক। ছয় বছর আগে সড়ক দুর্ঘটনা রোধে পাঠ্যপুস্তকে সচেতনতামূলক লেখা অন্তর্ভূক্ত করার প্রস্তাব প্রতিবেদন আকারে জমা দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। সড়ক দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ার তাগিদ দেয় প্রতিষ্ঠানটি।

এর আগে ২৫ জানুয়ারি বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, ২০১৮ সালে সড়কে পাঁচ হাজার ৫১৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন সাত হাজার ২২১ জন। আহত হয়েছেন ১৫ হাজার ৪৬৬ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply