স্নাতক, স্নাতকোত্তরসহ এমফিল এর শিক্ষার্থীরাই ভোটার ও প্রার্থী হতে পারবেন ডাকসুতে

|

স্নাতক, স্নাতকোত্তরসহ এমফিলে অধ্যয়নরত শিক্ষার্থীরাই ভোটার ও প্রার্থী হতে পারবেন আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে। তবে ভোটার ও প্রার্থীর বয়স সীমা রাখা হয়েছে ৩০ বছর।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ সভা শুরু হয়ে চলে ঘন্টাব্যাপী। সভা শেষে সাংবাদিকদের কাছে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান রেজিস্ট্রার ড. এনামুজ্জামান।

সিন্ডিকেটে ডাকসু নির্বাচনে সান্ধ্যকালীনসহ অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা ভোটার হতে পারবেন না বলে সিদ্ধান্ত নেয় হয়েছে একই সাথে ভোটকেন্দ্র হবে স্ব স্ব হলেই স্থাপন করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। রেজিস্ট্রার জানান, হলগুলোতে সিসি ক্যামরা আছে। প্রয়োজনে আরো বসানো হবে।

এসময় ডাকসুতে নতুন পদ সৃষ্টি করা হয়েছে বলেও সাংবাদিকদের জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। তবে পদের নাম প্রকাশ করেননি তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply