গাইবান্ধায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

|

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধা সরকারী কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অমিত পার্থের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ফুঁসে উঠেছে কলেজের সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠনগুলো। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মিছিল মিটিংসহ বিভিন্ন কর্মসুচী অব্যাহত রেখেছে নারী মুক্তি কেন্দ্র সহ বিভিন্ন ছাত্র সংগঠনগুলো। ঘটনার সুষ্ঠ তদন্তে ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।

এদিকে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে ছুটি দিয়ে কলেজ কর্তৃপক্ষ বদলী করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ শিক্ষার্থীসহ ছাত্র সংগঠনের।

শিক্ষার্থীদের অভিযোগ, ইতিহাস বিভাগের প্রধান অমিত পার্থ দীর্ঘদিন ধরে ছাত্রীদের ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর প্রস্তাব ও অশ্লীল ভিডিও পাঠান। এর প্রেক্ষিতে গত শনিবার ভুক্তভোগী ৫ ছাত্রী যৌন হয়রানির বিষয়টি লিখিতভাবে অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। বিষয়টি জানতে পেরে ব্যক্তিগত কারণ দেখিয়ে ৪ দিনের ছুটি নেন অভিযুক্ত শিক্ষক অমিত পার্থ।

এ বিষয়ে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ঘটনা তদন্তে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসহ শিক্ষামন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। ঘটনার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ৪ দিনের ছুটি নিয়েছেন অভিযুক্ত শিক্ষক অমিত পার্থ।

তবে অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত শিক্ষক অমিত পার্থকে পাওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply