দ্বৈত নাগরিকত্বের অভিযোগে অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রীকে অযোগ্য ঘোষণা

|

দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রীসহ ৫ আইনপ্রণেতাকে অযোগ্য ঘোষণা করছেন দেশটির উচ্চ আদালত।

আদালতে শুনানিতে, উপ-প্রধানমন্ত্রী বারনাবি জয়েসসহ ৩ আইনপ্রণেতাকে তাদের পদে অনুপযুক্ত ঘোষণা করা হয়। বলা হয়, দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন রাজনীতিকদের ভুলবশতঃ নির্বাচন করা হয়েছে। বাকিদের আগামী জুলাই মাসে পদত্যাগ করার নির্দেশ দেয়া হয়। চলতি বছর আগস্টে নিউজিল্যান্ডের নাগরিকত্ব থাকার কথা স্বীকার করেন অস্ট্রেলীয় উপ-প্রধানমন্ত্রী বারনাবি জয়েস। বাকি আইনপ্রণেতারা হলেন- ফিওনা ন্যাশ, ম্যালকম রবার্টস, লারিসা ওয়াটারস ও স্কট লুধাম। পার্লামেন্টের আরও দুই সিনেটরের বিরূদ্ধে চলছে তদন্ত। অস্ট্রেলিয়ার সংবিধানে দু’দেশের নাগরিকত্ব রয়েছে এমন ব্যক্তিরা নির্বাচন করতে পারেন না।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply