শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

|

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। পুরো মাস বাঙালি জাতি ভালোবাসা জানাবে ভাষা শহীদের প্রতি।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে জীবন উৎসর্গ করেন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক। সেই রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধীকার আন্দোলন; একাত্তরের অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এদিকে, ফেব্রুয়ারি মাস উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমিতে বিকেল তিনটায় বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এ মাসে আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply