নাটোরে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ, সড়ক অবরোধ

|

স্টাফ রিপোর্টার,নাটোর
নাটোর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন মিলনকে আইন শৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার পরিবার।  তবে আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করা হয়।

এদিকে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনের সড়কে বসে এই প্রতিবাদ জানায় এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে তারা বিক্ষোভ মিছিল বন্ধ করে। মিলন শহরের তালতলা হাফরাস্তা এলাকার এমদাদুল হক নিয়াজীর ছেলে।

নিখোঁজ মিলনের বাবা এমদাদুল হক নিয়াজী জানান, গত রাত একটার একটি মাইক্রোবাস যোগে কয়েকজন সাদা পোশাকধারী বাড়িতে গিয়ে কোন রকম কথা না বলেই মিলনকে তুলে নিয়ে যায়। পরে পরিবারের সদস্য বিষয়টি নিয়ে থানায় যোগাযোগ করলে পুলিশ জানায় তাদের কেউ কাউকে তুলে নিয়ে আসেনি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, মিলনকে কে বা কারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে গেছে তাদের জানা নাই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply