গাধা রপ্তানি করতে পাকিস্তান-চীন চুক্তি সই!

|

চীনে গাধা রপ্তানি করতে যাচ্ছে পাকিস্তান। এ বিষয়ে শীঘ্রই দুই দেশের মধ্যে চুক্তি হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী প্রথম তিন বছরে ৮০ হাজার গাধা চীনে পাঠানো হবে। এর জন্য পাকিস্তানে গাধা-পালন ফার্মে ৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা সংস্থা।

জানা গেছে, এই প্রকল্পকে সামনে রেখে ইতোমধ্যেই শত কোটি রুপি খরচ করে একাধিক গাধা-পালন প্রকল্পও চালু করছে পাকিস্তান। চীনে বিভিন্ন ধাপে গাধা রপ্তানি করবে দেশটি। প্রথম পর্যায়ে দুর্বল গাধাদের পাঠানো হবে।

প্রকল্পের জন্য সরকার দেশটির উত্তর-পশ্চিমের সীমান্তবর্তী প্রদেশ খাইবার-পাখতুনখাওয়াকে বেছে নিয়েছে। এখানে ৯৫০ কোটি রুপি খরচ করে ‘খাইবার-পাখতুনখাওয়া দীর্ঘমেয়াদি গাধা উন্নয়ন প্রকল্প’ চালু করা হবে। এর মাধ্যমে গাধার প্রজনন সক্ষমতা বৃদ্ধি ও উন্নত প্রজাতির গাধা উৎপাদনে কাজ করা হবে।

প্রসঙ্গত, চীনের গাধার ব্যাপক চাহিদা রয়েছে। দেশটিতে ওষুধ ও বিভিন্ন জিনিস উৎপাদনে গাধা ব্যবহার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply