রাশিয়া-চীন সম্পর্কে কখনোই ফাটল ধরবে না: শি জিনপিং

|

আন্তর্জাতিক রাজনীতিতে অস্থিরতা এলেও রাশিয়ার সাথে চীনের গভীর সম্পর্কে কখনোই ফাটল ধরবে না। বৃহস্পতিবার, এমন মন্তব্য করেন প্রেসিডেন্ট শি জিনপিং।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপের পর, আসে জিনপিং’র এই বিবৃতি। চীনের প্রেসিডেন্ট বলেন, পুরো বিশ্বের বিরূদ্ধে এককভাবে লড়াই করার ক্ষমতা নেই তার দেশের। একারণেই, রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এসময়, কমিউনিস্ট পার্টির ১৯তম কংগ্রেসের সফল সমাপনী আর দলীয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় শি জিনপিং-কে অভিনন্দন জানান, ভ্লাদিমির পুতিন। সমাজতান্ত্রিক ব্যবস্থায় জিনপিং-এর মতাদর্শ প্রণয়নে নতুন উচ্চতায় পৌঁছাবে চীন- এমন দাবিও রুশ প্রেসিডেন্টের। দুই রাষ্ট্রপ্রধানের দাবি, মস্কো-বেইজিং-এর বন্ধুত্বপূর্ণ সহাবস্থান অন্যান্য দেশের জন্য উদাহরণ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply