৩৩ মামলায় ভুল আসামি কারাগারে: দুদক মহাপরিচালকসহ ৪ কর্মকর্তা আদালতে

|

৩৩ মামলায় ভুল আসামি জেলে থাকার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে দুদকের এক মহাপরিচালকসহ ৪ জন হাইকোর্টে হাজির হয়েছেন। রোববার সকালে হাজির হওয়া এই চারজন হলেন দুদকের মহাপরিচালক, মামলার তদন্ত কর্মকর্তা, স্বরাষ্ট্র ও আইন সচিবের দুজন কর্মকর্তা।

তাদের উদ্দেশে আদালত বলেছেন, ভুল আসামিকে জেল খাটানো বড় ধরনের অপরাধ। এ ঘটনায় দুদক তার কর্মকর্তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সেই প্রশ্ন করেন হাইকোর্ট।

দুদকসহ সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের ভুলে ৩ বছর ধরে জেল খাটছেন এক নিরপরাধ ব্যক্তি। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে দুদকের আইন শাখার ডিজিসহ ৪ জনকে হাজির হওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। সেই সঙ্গে ভুক্তভোগী জাহালমকে কেনো মুক্তি দেয়া হবে না-জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে দুদক ৩৩টি মামলা করেছে আবু সালেকের বিরুদ্ধে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছেন পেশায় তাঁতী শ্রমিক জাহালম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply