প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট ১০ মার্চ

|

উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ রোববার বিকালে ইসি সচিব তফসিল ঘোষণা করেন। এতে জানানো হয়, প্রথম ধাপে ৮৭টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ।

এছাড়া দ্বিতীয় ধাপের ভোট হবে ১৮ মার্চ, তৃতীয় ধাপের ভোট ২৪ মার্চ, চতুর্থ ধাপের ভোট ৩১ মার্চ এবং পঞ্চম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ১৮ জুন।

প্রথম ধাপের ভোটের জন্য প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর যাচাইবাছাই হবে ১২ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।

ইসি সচিব আরও জানান, জাতীয় সংসদের সংরক্ষিত ৫০ নারী আসনে ভোটগ্রহণ হবে আগামী ৪ মার্চ। ১১ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। ১২ ফেব্রুয়ারি যাচাই এবং ১৬ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ তারিখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply