রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসায় অ্যাঞ্জেলিনা জোলি

|

রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন ইউএনএইচসিআর’র বিশেষ দূত জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আজ সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বে দৃষ্টান্ত স্থাপনকারী নেতা হিসেবে উল্লেখ করেন জোলি।

তিনি আরো বলেন, তার মতো নেতা বর্তমানে পৃথিবীতে খুবই কম আছে। রোহিঙ্গা সংকট নিরসনে ইউএনএইচসি’র সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান অ্যাঞ্জেলিনা জোলি। জোলি জানান, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় তিনি মিয়ানমারের নাগরিকদের উপর চালানো নির্যাতন, হত্যাকাণ্ড ও ধর্ষণসহ বিভিন্ন নির্যাতনের কাহিনী শুনেছেন। এসময় রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাথে সম্পাদিত চুক্তি বাস্তবায়নে বিলম্বের জন্য হতাশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply