কলাপাড়ায় ইট বোঝাই ট্রলার ডুবি, নিখোঁজ-২

|

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ নদীতে ৭ শ্রমিক নিয়ে ইট বোঝাই ট্রলার ডুবির ঘটনায় দুই শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দেবপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রলারে থাকা ৭ শ্রমিকের মধ্য ৫ জনকে উদ্ধার করা হলেও উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সাইফুল ও ফুলবুনিয়ার নুর ইসলাম নামে দুই শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃতরা হলেন- মাসুম, তোফাজ্জেল, রাসেল, মানিক, নাসির। এদের মধ্যে ৩ জন আহত। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। তাদের বেশির ভাগের বাড়িই নীলগঞ্জ ইউনিয়নে।

উদ্ধার হওয়া জেলেরা জানায়, ইট নিয়ে কলাপাড়া থেকে গলাচিপা যাওয়ার পথে একটি বালু বোঝাই বলগেট ট্রলারটিকে ধাক্কা দেয়। তারপরই টলারটি ডুবে যায়। নদীতে মাছ ধরা জেলেরা তাদের উদ্ধার করে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান জানায়, ঘটনা সম্পর্কে তিনি অবগত ও নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply