বাধঁ নির্মাণে দুর্নীতির মামলায় ৩৩ জনকে আসামি দুদকের চার্জশিট

|

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির মামলায় ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।

দুর্নীতি দমন কমিশনের চার্জশিটে বলা হয়েছে, ১৯ জন ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের ১৪ কর্মকর্তা এ অপরাধে জড়িত। তারা পরস্পর যোগসাজোশে ৮ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করে। এই আত্মসাৎ ও দায়িত্বে অবহেলার কারণেই ২০১৭ সালে হাওর অঞ্চলে বাঁধ ভেঙে যায়।

চার্জশিটে সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দীনকে প্রধান আসামি করা হয়েছে। শিগগিরই এ মামলার চার্জশিট সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হবে জানিয়েছে দুদক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply