বিজিবির গুলিতে ৩ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

|

ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এরপর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল হরিপুর সীমান্তে গরু জব্দকে কেন্দ্র করে গ্রামবাসীর সাথে বিজিবির সংঘর্ষ হয়। গরুর মালিকানা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্যের একপর্যায়ে বিজিবির উপর হামলা ও পরে গুলিতে হতাহতের ঘটনা ঘটে। তিন গ্রামবাসীর মৃত্যুর পর থেকে সীমান্তের গ্রামগুলোয় থমথমে অবস্থা বিরাজ করছে। বিজিবি ৫০ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানিয়েছেন, রাষ্ট্রীয় কাজে বাধা ও হামলার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply