জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

|

মিউনিখ সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে আটটার পরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগ নেতা এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

টানা তৃতীয়বার সরকার গঠনের পর এটি শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। সফরে জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের সাথে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন তিনি। পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান ছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির সক্রিয় সহযোগিতা চাইবে বাংলাদেশ। মিউনিখ থেকে ১৭ ফেব্রুয়ারি আরব আমিরাত যাবেন প্রধানমন্ত্রী। সফরে এলএনজি টার্মিনাল নির্মাণ ও বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল নিয়ে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply