ট্রাইব্যুনালে মামলা করা পরাজিত প্রার্থীদের অধিকার: কাদের

|

নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা পরাজিত প্রার্থীদের অধিকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে যারা ১৯৯৬ এর ১৫ ফেব্রুয়ারীর মতো প্রহসনের নির্বাচন করে তাদের মুখে সুষ্ঠ নির্বাচনের কথা মানায় না বলেও দাবি করেন তিনি। আজ সকালে ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, যে কোন সংক্ষুব্ধ ব্যক্তিই ট্রাইবুনালে মামলা করতে পারে। এটা নতুন কিছু নয়। যুদ্ধাপরাধের ক্ষেত্রে আওয়ামী লীগ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অবস্থান নিয়েছে। কাজেই জামায়াতের বিষয়ে নমনীয় হওয়ার কোন কারণ নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তবে পরিবর্তনের বিষয়ে জামায়াতের মাঝে নবীন এবং প্রবীণদের মাঝে দ্বন্দ্ব রয়েছে বলেও দাবি করেন তিনি। উপজেলা নির্বাচনের ক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশ স্থানীয় পর্যায়ের নেতারা মানবে না বলেও জানান ওবায়দুল কাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply