আখেরি মোনাজাতে শেষ হলো যোবায়েরপন্থিদের ইজতেমা

|

টুঙ্গীর তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হলো যোবায়েরপন্থিদের বিশ্ব ইজতেমা। আজ সকাল সাড়ে ১০টার পর এই মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মোনাজাত পরিচালনা করেন মাওলানা যোবায়ের।

মোনাজাতে অংশ নেন দেশ বিদেশের লাখো মুসাল্লি। মোনাজাতের সময় আশেপাশের রাস্তায় দাঁড়িয়ে ও বসে মোনাজাতে অংশ নেন হাজারো মুসাল্লি। এছাড়াও আশেপাশের ভবন ও ভবনের ছাদ থেকে অনেকে মোনাজাতে অংশ নেন। আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছিল কর্তৃপক্ষ। জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

আজ রাত ১২টার মধ্যে যোবায়েরপন্থিরা ইজতেমা স্থল ত্যাগ করবেন। এর আগে গতকাল সকালে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মাওলানা যোবায়েরপন্থিদের বিশ্ব ইজতেমা। রোববার বাদ ফজর শুরু হবে সাদপন্থিদের ইজতেমা। সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চারদিনের জমায়েত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply