তৃতীয় দিনের মতো চট্টগ্রামের দুই-তৃতীয়াংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছে লাখো গ্রাহক।
কর্তৃপক্ষ জানায়, গেল শনিবার সকালে আকমল আলী রোড এলাকায় খাল খননের সময় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান রিং লাইনটি কাটা পড়ে। এরপর থেকেই আগ্রাবাদ, হালিশহর, বন্দর, পতেঙ্গাসহ দুই-তৃতীয়াংশ এলাকায় বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। ওইদিনই মেরামতের কাজ শুরু হলেও খালের পাড়ে ভাঙন ও জলাবদ্ধতার কারণে ত্রুটি সারানো যায়নি। এতে বাসাবাড়িতে চুলা জ্বলছে না।
Leave a reply