‘রোহিঙ্গাদের স্থায়ী আবাসন করতে চায় না সরকার’

|

কক্সবাজারে রোহিঙ্গাদের স্থায়ী আবাসন করতে চায় না সরকার। তাই আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইএমও এর আরসিসি পিলার দিয়ে ঘর নির্মাণের প্রস্তাবে সায় দেননি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।

দুপুর তিনটায় সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে দেখা করেন আইওএম এর চার সদস্যের প্রতিনিধি দল। এ সময় সংস্থাটির পক্ষ থেকে দুর্যোগ প্রতিরোধে সাইক্লোন সেন্টার ও আরসিসি পিলার রোহিঙ্গাদের ঘর নির্মাণের প্রস্তাব দেয়া হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সরকার রোহিঙ্গাদের কোন স্থায়ী আবাস নির্মাণ করতে চায় না। প্রত্যাবাসনে আইএমও এর সহযোগিতা চাওয়া হয় বৈঠকে। মন্ত্রী জানান, রোহিঙ্গাদের জ্বালানী সংকট কাটাতে আইওএম ১ লাখ বোতলজাত এলএনজি গ্যাস দেয়ার আশ্বাস দিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply