পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে ৪ লাখ ৬৫ হাজার বাগদা রেনু ও তিনটি বেহুন্দি জালসহ নয় জনকে আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। মঙ্গলবার গভীর রাতে কারখানা নদীর লক্ষ্মীপাশা লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে প্রত্যেককে পাচঁশত টাকা করে জরিমানা অনাদায়ে চার দিনের জেলের আদেশ প্রদান করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল ইসলাম।
কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (পেটি অফিসার) মো: নুরুল আলম জানান, রাত আড়াইটায় কারখানা নদীর লক্ষ্মীপাশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ২টি ট্রলারে ৩৮টি ড্রামে ৪ লাখ ৬৫ হাজার পিচ বাগদা রেনুসহ ৯ জনকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ২৫ হাজার ৫ শ টাকা। এছাড়া তিনটি বেহুন্দি জাল আটক করা হয়। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। জালগুলো পুরিয়ে ফেলা হয় এবং জব্দকৃত রেনুগুলো পায়রা নদীতে অবমুক্ত করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।
Leave a reply