কুড়িগ্রামে এমপিও ভুক্তির দাবীতে মানববন্ধন

|

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে স্বীকৃতি প্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্বারক লিপি প্রদান করা হয়।

আজ সোমবার নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন কুড়িগ্রাম শাখার এই মানববন্ধন আয়োজন করে।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে চিলমারী-কুড়িগ্রাম সড়কে ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম,কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু, শিক্ষক নেতা শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন কুড়িগ্রাম শাখার সভাপতি অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান ফারুক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ এরশাদুল হক খান প্রমুখ।

এসময় বক্তারা জানান,এমপিও ভুক্তি না হওয়ায় দীর্ঘ ১০ থেকে ২৫বছর ধরে ২০লক্ষাধিক শিক্ষার্থীও পাঠদানকারী প্রায় লক্ষাধিক শিক্ষক-কর্মচারী বিনাবেতন মানবেতর জীবনযাপন করছেন। নন-এমপিও প্রতিষ্ঠানের দীর্ঘদিনের মানবেতর জীবনযাপন থেকে পরিত্রাণ দেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply