‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ে নেই বঙ্গবন্ধুর ছবি, প্রত্যাহারে নির্দেশ আদালতের

|

‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অন্তভুর্ক্ত না করায় বইটি বাজার থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত। সেই সাথে বাংলাদেশ ব্যাংককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়া হয়।

বিকেলে বইটিতে ইতিহাস বিকৃতি সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের ওপর হাইকোর্টের শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে ভুল ও বইটির সংশোধনের ব্যাপারে প্রচারের নির্দেশও দিয়েছেন আদালত। এ বিষয়ে পরবর্তী আদেশ ১২ মার্চ। বইটি নিয়ে আলোচনা সমালোচনা ওঠার পর ড. কাজী এরতেজা হাসানের রিটের পর গত বছরের ২ অক্টোবর রুল জারি করেন আদালত। ঘটনা তদন্তে অর্থ সচিবকে একটি অনুসন্ধান কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply