ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেলেন সাব্বির রহমান

|

নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। টাইগারদের হতাশা আর লজ্জায় ডোবানো সিরিজে যদি কোথাও সান্ত্বনা খুঁজে পাওয়া যায়, তবে সেটা হয়তো তৃতীয় ম্যাচে সাব্বির রহমানের সেঞ্চুরি। নিষেধাজ্ঞা কাটিয়ে তার দলে ফেরা নিয়ে অনেক কথা উঠলেও, ব্যাট হাতে তার জবাব দিয়ে এই মারকুটে মিডল অর্ডার ব্যাটসম্যান।

তৃতীয় ওয়ানডেতে বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। একে একে যাওয়া-আসার মিছিলে যোগ দেন টপঅর্ডার-মিডলঅর্ডার। তবে থেকে যান সাব্বির রহমান। বুক চিতিয়ে লড়েন তিনি। ৬১ রানে ৫ উইকেটের পতনের পর ক্রিজে আসেন মোহাম্মদ সাইফউদ্দিন। ভীষণ চাপের মুখে তাকে নিয়ে দলের হাল ধরেন সাব্বির রহমান। ধীরে ধীরে এগিয়ে যান তারা। ফেরার আগে ৬৩ বলে ৪ চারে ৪৪ রানের সংগ্রামী ইনিংস খেলেন সাইফ।

এদিকে সাব্বির তার স্বভাবসুলভ ব্যাটিংয়ে ফিফটি তুলে এগিয়ে যান সেঞ্চুরির পথে। শেষ পর্যন্ত ১০৫ বলে ১২ চার ও ২ ছক্কায় তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। এটিই তার ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। ৫৬তম ওয়ানডে ম্যাচে নামা সাব্বিরের এর আগের সর্বোচ্চ রান ছিলো ৬৫। হাফসেঞ্চুরি পেয়েছেন ৫টি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply