আন্তর্জাতিক গণমাধ্যমে চকবাজার অগ্নিকাণ্ড

|

রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড সাড়া ফেলেছে আন্তর্জাতিক অঙ্গনেও। বৃহস্পতিবার, বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলোর প্রধান শিরোনামে উঠে এসেছে এ খবর।

গুরুত্বের সাথে এই ট্র্যাজেডির খবর প্রচার করছে রয়টার্স, এপি, এএফপি, বিবিসি, আলজাজিরা, নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ানসহ প্রায় সব বার্তা সংস্থা ও গণমাধ্যম। জানানো হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। ভয়াবহ এই দুর্ঘটনাকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিচ্ছে বেশিরভাগ গণমাধ্যম। বাংলাদেশে ক্রমাগত ভবন সুরক্ষা নীতিমালা উপেক্ষা, জন-সচেতনতার অভাব, আর প্রশাসনের অবহেলার কথা উল্লেখ করেছে প্রায় সব গণমাধ্যম। উঠে এসেছে, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় আবাসিক ভবনগুলোকে ব্যবসায়িক কাজে ব্যবহার আর যত্রতত্র দাহ্য পদার্থের গুদাম পরিচালনার বিষয়টিও।

বিবিসি বলছে অগ্নিকাণ্ডে বাংলাদেশের পুরান ঢাকায় ডজনের বেশি মানুষ মৃত, টিআরটি ওয়ার্ল্ড বলছে ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত অনন্ত ৬৯, আল জাজিরা বলছে ভয়াবহ আগুনে পুরান ঢাকায় উল্লেখযোগ্য সংখ্যক মৃত, রয়টার্স বলছে বাংলাদেশে ভবনে অগ্নিকাণ্ডে অনন্ত ৭০ জন নিহত; মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply