চার জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

|

চার জেলায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন ৪ জন। এরমধ্যে কক্সবাজারে আনসার ক্যাম্প কমান্ডারকে হত্যা ও অস্ত্রলুট মামলার প্রধান আসামি নুরুল আলমও রয়েছে।

র‍্যাব জানায়, ভোরে টেকনাফের দমদমিয়া এলাকায় বন্দুকযুদ্ধে রোহিঙ্গা সন্ত্রাসী নুরুল আলম নিহত হয়। ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। ২০১৬ সালে টেকনাফের শালবাগান আনসার ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। আনসার কমান্ডারকে হত্যা করে লুট করে ১১টি আগ্নেয়াস্ত্র। এ ঘটনায় নুরুল আলম ২০১৭ সালে লুট করা অস্ত্রসহ গ্রেফতার হয়। পরে জামিনে ছাড়া পায় সে।

এদিকে, খুলনায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মাসুদ রানা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দাবি মাসুদ মাদক ব্যবসায়ী।

এছাড়া,  কুমিল্লার তিতাসে বন্দুকযুদ্ধে মো. আল-আমিন নামে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে জেলার তিতাস উপজেলার কড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। নিহত আল-আমিন ওই উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মাঈনুদ্দিনের ছেলে।

এদিকে ময়মনসিংহে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী ও এক ডাকাত নিহতের দাবি পুলিশের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply