‘সিটি মেয়র হাতপায় ধরার পরও গোডাউন সরানো হয়নি’

|

পুরান ঢাকাকে কেমিক্যাল মুক্ত করতে দক্ষিণ সিটির মেয়র হাতপায় ধরার পরও গোডাউন সরানো হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি গঠিত তদন্ত কমিটির প্রধান মো. রেজাউল করিম।

সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকের এ তথ্য জানান তিনি। রেজাউল করিম বলেন, কেমিক্যাল গোডাউন সরাতে স্থানীয়দের সাথে মেয়রের দফায় দফায় বৈঠকের পরও কোন লাভ হয়নি। এছাড়া নিয়ম বর্হিভূতভাবে বহুতল ভবন গড়ে তোলায় দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান লে কর্নেল জুলফিকার রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ভবনটি আর ব্যবহার উপযোগী নেই। এটা ভেঙ্গে ফেলা ছাড়া আর কোন গতি। এছাড়া এখানে রাসায়নিক পণ্য ছিল না এটা বলার কোন সুযোগ নেই।

এছাড়া তদন্ত কমিটির সদস্য বুয়েট শিক্ষক মেহেদী হাসান আনসারী বলেন, ভবনটি কবে নাগাদ ভাঙ্গা হবে সেটি এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে।

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে বিশেষজ্ঞ টিম। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

এই টিমে রয়েছেন ঢাকা সিটি করপোরেশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা।

এই টিম আগুনে পুড়ে যাওয়া ভবন এবং আশপাশের ক্ষতিগ্রস্ত ভবনগুলো কতটা ঝুঁকিপূর্ণ তা পরিদর্শন করবেন।

প্রসঙ্গত, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। রাত সাড়ে ৩টার দিকে আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও আবারও বেড়ে যায়। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করে বুধবার দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উদ্ধার অভিযান চলে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হন। আহত হয়েছেন ৪১ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply