পাকিস্তানী খেলোয়াড়দের ভিসা না দেয়ায় নিষিদ্ধ হচ্ছে ভারত

|

দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া শুটিং বিশ্বকাপে পাকিস্তানের দুই শুটারকে অংশ না নিতে দেয়ায় এবার ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নিতে যাচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

জানা যায়, আন্তর্জাতিক যে কোন প্রতিযোগিতার আয়োজন থেকেই ভারতকে বাদ দেয়ার পরিকল্পনা করছে অলিম্পিক কমিটি।

একইসাথে আইওসি জানিয়েছে ভারত থেকে প্রতিটি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যপারে কোন লিখিত আশ্বাস না পেলে অলিম্পিক সম্পর্কিত যে কোন প্রতিযোগিতা আয়োজনের জন্য ভারতকে অযোগ্য ঘোষণা করা হবে।

এর আগে, আগামী ২০ থেকে ২৮ ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে যাওয়া দিল্লির এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তানের দুই শুটারের। কাশ্মীরে আক্রমণের পর ভারত পাকিস্তানী এই খেলোয়াড়দের ভিসা না দিলে তাদের প্রতিযোগিতায় অংশ নেয়া অনিশ্চিত হয়ে যায়।

এর ফলেই অলিম্পিক কমিটির বৈঠকে কর্মকর্তারা জানান, এই প্রতিযোগিতার ২৫ মিটার র‍্যাপিড ফায়ার ইভেন্টের অলিম্পিক গ্রাহ্যতা থাকছে না। ৬১টি দেশের ৫০০ জন প্রতিযোগিতার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এভাবে কোন দেশের খেলোয়াড়দের ভিসা না দেয়া অলিম্পিকের নিয়মের পরিপন্থী, তাই এ ব্যাপারে ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply