ইয়ার ইগনিয়াসের নতুন কবিতার বই ‘হারমিসের বাঁশি’

|

এবারের অমর একুশে গ্রন্থমেলায় বেরিয়েছে কবি ইয়ার ইগনিয়াসের নতুন কবিতার বই ‘হারমিসের বাঁশি’। চন্দ্রবিন্দু প্রকাশন থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী আল নোমান।

‘হারমিসের বাঁশি’ সম্পর্কে ইয়ার ইগনিয়াস বলেন, ‘এটি আমার প্রথম কবিতার বই। এই বইয়ের কবিতাগুলোতে আমি আমাদের এই সময়ের স্বাভাবিকতা, স্বপ্ন ও দুঃস্বপ্ন, সন্দেহ ও প্রতিবন্ধকতা—সর্বোপরি এখন আমাদের মধ্যে যে এক ধরনের সুখী নৃশংসতা আছে, সেগুলো তুলে ধরতে চেয়েছি। পাশাপাশি রয়েছে প্রেমের শ্বাশত প্রকাশও। তবে সবকিছু শেষে আমার এই বইয়ে মুখ্য হয়ে উঠেছে সময়, এখনকার সময়।

বইটি নিয়ে তিনি আরও বলেন, বারো অলিম্পিয়াডের প্রতি আমার দুর্বলতা পুরনো। তার শেষ প্রতিনিধি ‘হারমিস’। যিনি দেবদূত ছিলেন, তার কাছে সারস ও কচ্ছপের চর্ম দিয়ে তৈরি একটা বীণা ছিলো। সে নিয়ে আমার নামকবিতাটি। কবিতাগ্রন্থের নাম ‘হারমিসের বাঁশি’।

দীর্ঘকবিতাসহ এই বইয়ে রয়েছে মোট ৭০টি কবিতা, যেগুলোতে পাওয়া যাবে বর্তমান সময়ের ছায়া। বইমেলায় ‘হারমিসের বাঁশি’ পাওয়া যাচ্ছে চন্দ্রবিন্দুর প্যাভিলিয়নে, ৪৭১নং স্টলে। ৬৪ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ১৬০ টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply