কলম্বিয়ার সাথে কূটনৈতিক সর্ম্পক ছিন্নের ঘোষণা ভেনেজুয়েলার

|

প্রতিবেশি কলম্বিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার সরকারপন্থিদের এক সমাবেশে অংশ নিয়ে তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে কলম্বিয়ান কূটনীতিকদের। প্রতিক্রিয়ায় কলম্বিয়া বলছে, মাদুরো সরকারেরই যেখানে বৈধতা নেই, সেখানে তাদের কোনো নির্দেশও মানবে না দেশটি।

এদিকে, ব্রাজিল ও কলম্বিয়া সংলগ্ন ভেনেজুয়েলার সীমান্তবর্তী বিভিন্ন শহরে ত্রাণের দাবিতে বিক্ষোভ করছে মাদুরোবিরোধীরা। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণও গেছে অন্তত চারজনের। এ অবস্থায়, মানবিক সংকট বিবেচনায় বিদেশি ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ভেনেজুয়েলান সেনাবাহিনীকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply