অস্কার ২০১৯ : সেরা অভিনেতা রামি মালেক, অভিনেত্রী অলিভার কোলম্যান

|

৯১তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে বাজিমাত করলো ‘গ্রিন বুক’। সেরা চলচ্চিত্রসহ ৩টি পুরস্কার জয় করেছে মুভিটি। তবে, সেরা পরিচালক হিসেবে পুরস্কার ঝুলিতে ভরেছেন মেক্সিকান আলফানসো কুয়ারন।

প্রথমবার কোন মুসলিম-মিসরীয় বংশোদ্ভুত পেলেন সেরা অভিনেতার খেতাব; এবারের অস্কার উঠলো রামি সাঈদ মালেকের হাতে।

‘বোহিমিয়ান র‍্যাপসোডি’ চলচ্চিত্রে কুইন ব্যান্ডের প্রয়াত গায়ক ফ্রেডি মার্কারির চরিত্রে অনবদ্য ভূমিকা ছিলো তার। ‘দি ফেভারিট’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জয় করলেন ব্রিটিশ শিল্পি অলিভিয়া কোলম্যান। সহ-অভিনেতা হিসেবে দ্বিতীয়বারের মতো ‘গ্রিন বুক’ চলচ্চিত্রের জন্য পুরস্কার জয় করলেন কৃষ্ণাঙ্গ শিল্পি মাহেরশালা আলি। ‘ইফ ব্যালে স্ট্রিট কুড টক’ মুভিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রেজিনা কিং। বিদেশী ভাষার ক্যাটাগরিতেও সেরা পুরস্কার জিতেছে নেটফ্লিক্সের প্রথম ছবি ‘রোমা’।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply