‘পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনীর হামলা’ বলে ভিডিও গেম ভাইরাল

|

সোমবার দিবাগত রাতে (২৬ ফেব্রুয়ারি গভীর রাত) ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকেও হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও হতাহত ও ক্ষয়ক্ষতি নিয়ে উভয় দেশের দাবি পুরোপুরি সাংঘর্ষিক।

এমন পরিস্থিতিতে ভারতের সামাজিক মাধ্যমে একটি ভিডিও গেমসের ক্লিপ ‘পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনীর হামলা’ বলে অনেকে শেয়ার করে বাহবা জানাচ্ছেন।

ভারতীয় ফ্যাক্টচেকিং ওয়েবসাইট অল্টনিউজ ভুয়া ভিডিওটি শনাক্ত করে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

অল্টনিউজ দেখিয়েছে, এবিপি গ্রুপের একজন সাংবাদিক বিকাশ ভাদুড়িয়াও তার টুইটারে ভিডিও গেমসটি শেয়ার করেছেন। তিনি ক্যাপশন লিখেছেন, ‘এরকম কিছু একটা অবশ্যই ঘটেছে।’ 

এছাড়া বিজেপিপন্থী বিভিন্ন টুইটার একাউন্ট ও ফেসবুক পেইজ থেকেও ভিডিও গেমসটির ক্লিপ শেয়ার করা হচ্ছে। 

অল্টনিউজ তাদের প্রতিবেদনে লিখেছে, “প্রথমে দেখেই ভিডিওটিকে সঠিক মনে হয়নি, বরং একটি ভিডিও গেমসের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়েছে। ভিডিওর অস্পষ্ট ইংরেজি ধারাভাষ্যও সন্দেহজনক ছিল। অল্টনিউজ ইউটিউবে বিভিন্ন ধরনের কীওয়ার্ড দিয়ে সার্চ করে ‘আরমা ২’ নামে একটি ভিডিও গেমসের ক্লিপ পায় যেটি ২০১৫ সালে আপলোড করা। ‘পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় বিমান বাহিনীর হামলা’ বলে ভাইরাল হওয়া ভিডিওটি ওই গেমস ক্লিপের ২০ সেকেন্ডের পর থেকে কেটে নেয়া।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply