ভিয়েতনামে হাত মেলালেন ট্রাম্প-কিম

|

দ্বিতীয়বারের মতো দেখা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বৈঠকস্থলে পৌঁছে হাসিমুখে করমর্দন করেন দু নেতা।  এসময় ট্রাম্প বলেন, অত্যন্ত সফল একটি সম্মেলন প্রত্যাশা করছেন তিনি। কিম বলেন, অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে আজ আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এটা খুবই আনন্দের ব্যাপার। এর প্রত্যুত্তরে ট্রাম্প জানান, চেয়ারম্যান কিমের সাথে দেখা হয়ে ভালো লাগছে। আমাদের প্রথম বৈঠকটি খুবই ফলপ্রসু ছিলো।

ট্রাম্প আরও বলেন, উত্তর কোরিয়ার ভবিষ্যত খুবই উজ্জল। দেশটির অমিত অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। সেটার বিকাশ ঘটাতে যুক্তরাষ্ট্র সব ধরণের সহায়তা দিতে প্রস্তুত।  হ্যানয়ে ট্রাম্প-কিমের করমর্দনের সময় সাংবাদিকরা অনেক প্রশ্ন ছুড়ে দিলেও কোনোটারই জবাব দেননি তারা।

 

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply