পাকিস্তানে আটক পাইলটকে দ্রুত ফেরত চায় ভারত

|

পাকিস্তান সেনাবাহিনীর হাতে আটক পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে দ্রুত ফেরত চায় ভারতীয় কর্তৃপক্ষ।

আজ সন্ধ্যায় দিল্লীতে পাকিস্তান হাই-কমিশনারকে ডেকে আটক ভারতীয় পাইলটের রক্তাক্ত ছবি প্রকাশের প্রতিবাদ করে ভারত, একইসাথে অতিদ্রুত পাক হেফাজত থেকে মুক্ত করে পাইলট অভিনন্দনকে ভারতের হেফাজতে দেয়ার দাবিও করে তারা।

এরআগে পাকিস্তান বিমান বাহিনী একটি ভারতীয় বিমান ভূপাতিত করে দুই পাইলটকে আটক করার দাবি করলে প্রথমে ভারত তা অস্বীকার করে। তবে পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর আটক পাইলটের ভিডিও প্রকাশ করলে ভারত তা স্বীকার করে নেয় এবং জানায় তাদের একটি বিমান হারিয়ে গেছে এবং পাইলট ফেরত আসেনি।

পরবর্তীতে আজ সন্ধ্যায় পাইলটকে ফেরত চেয়ে ভারত পাক হাই-কমিশনারকে বিবৃতি দেয়। এসময় ভারত পাকিস্তানের দাবি অনুযায়ী পুলওয়ামা হামলায় জইশ ই মোহাম্মদরে জড়িত থাকার সকল প্রমাণ ও নথি পাক হাই-কমিশনারের কাছে হস্তান্তর করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply