‘এক মাসের মধ্যে পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন অপসারণ’

|

এক মাসের মধ্যে পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন সরানো হবে বলে জানিয়েছেন, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ হাসান। পুরান ঢাকাকে কেমিক্যালমুক্ত করতে অভিযান চালানোর সময় এ তথ্য জানান তিনি।

সকালে পুরান ঢাকায় কেমিক্যালমুক্ত করতে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। স্থানীয় কাউন্সিলরদের সাথে নিয়ে রাসায়নিক গোডাউন সরানোর প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়। তবে, আজ কোনো কেমিক্যাল সরানো হয়নি। শুধু পরিদর্শন করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। যত দ্রুত সম্ভব সব গোডাউন সরাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। পুরান ঢাকাকে কেমিক্যালমুক্ত করতে রোববার মূল অভিযান শুরু হবে বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply