সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

|

ময়মনসিংহ ব্যুরো
অবৈধ সম্পদ অর্জনকারী ওসির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় কেরানীগঞ্জ যুগান্তর প্রতিনিধিকে ডিজিটাল নিরাপত্তা আইনে ও ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রতিনিধিকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ ও দৈনিক যুগান্তরের চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে সোমবার বিকালে ত্রিশাল উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

ত্রিশাল উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধন শেষে বিকেলে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক যুগান্তর ত্রিশাল প্রতিনিধি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও কালের কন্ঠ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান নোমানের পরিচালনায় প্রতিবাদ বক্তব্য রাখেন ত্রিশাল বার্তার সম্পাদক শামীম আজাদ আনোয়ার,স্বদেশ সংবাদ প্রতিনিধি রফিকুল ইসলাম শামীম,দৈনিক মাটি ও মানুষ পত্রিকার সিনিয়র সহ সম্পাদক এটিএম মনিরুজ্জামান, বনিক বার্তার জেলা প্রতিনিধি এস এম আলমগীর কবীর, ইনকিলাব প্রতিনিধি এস এম হুমায়ুন কবীর,মানব কন্ঠ প্রতিনিধি মোহাম্মদ সেলিম,আমাদের সময় প্রতিনিধি এ এইচ এম জোবায়ের হোসাইন,বাংলাদেশের খবর প্রতিনিধি কামাল হোসেন,কবি নজরুল বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মেহেদি জামান লিজন প্রমুখ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যমুনা টিভির ময়মনসিংহ ক্যামেরা পার্সন দেলোয়ার হোসেন, ইত্তেফাক প্রতিনিধি ফারুক আহমেদ, আমার সংবাদ প্রতিনিধি মামুনুর রশিদ, সমকাল প্রতিনিধি মতিউর রহমান সেলিম, খবরপত্র প্রতিনিধি ফয়জুর রহমান ফরহাদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বদরুল আলম বিপুল, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি, সাংবাদিক নুরুল আমীন, রোকুনুজ্জামান রাহাদ, মাসুদ মিয়া, হুমায়ুন কবীর হিমাদ্রি, জামাল উদ্দিন শামীম, যুগান্তর স্বজন বন্ধু ডিজিটাল ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, যুগান্তর স্বজন বন্ধু পাওয়ার আইটি অর্গানাইজেশনের পরিচালক খন্দকার হিমেল, স্বজন বন্ধু ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান,যুগান্তর স্বজন আশরাফুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃত সাংবাদিকের মুক্তি না দিলে সারাদেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের মুক্ত করার ঘোষনা দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply