বিমান ছিনতাই চেষ্টা থেকে রক্ষার জন্য পাইলট-ক্রুদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশ বিমানের একটি বিমানকে ছিনতাই চেষ্টা থেকে রক্ষার জন্য সেই বিমানের পাইলট ও ক্রুদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ।

আজ গণভবনে বিমানের পাইলট ও কেবিন ক্রুগণ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে আসলে প্রধানমন্ত্রী তাদের হিরো হিসেবে আখ্যায়িত করে তাদের সাহসিকতা ও দুরদর্শীতার জন্য এই অভিনন্দন জানান।

সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের ব্রীফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, কোন রকমের প্রাণহানি ও সম্পদহানি ছাড়া বিমান ছিনতাই ঘটনার অবসান হওয়া বিশ্বে নজিরবিহীন।

এসময় বিমানের পাইলট গোলাম শফী সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তা গভীর মনোযোগ দিয়ে শুনেন এবং পাইলট ও কেবিন ক্রুদের দক্ষতা ও দুরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন।

এসময় সেই দিনের ফ্লাইটের ফাস্ট অফিসার মুনতাসির মাহবুব ও পাচ কেবিন ক্রু উপস্থিত ছিলেন। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সচিব মহিবুল হক এবং বিমানের এম ডি মোসাদ্দেক আহমেদ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply