গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন বিল-২০১৯ সংসদে পাস

|

নির্বাচনে ইভিএম ব্যবহার, অনলাইনে মনোনয়নপত্র জমা আর যাচাই-বাছাইয়ের এক দিন আগ পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ রেখে সংসদে পাস হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন বিল-২০১৯। স্থায়ী কমিটি কতৃক সুপারিশকৃত বিলটি কণ্ঠভোটে পাস হয়। বেশ কিছু পয়েন্টে সংশোধনী প্রস্তাব থাকলেও, যুক্তিসংগত নয় বলে সেসব গ্রহণে সম্ভব নয় বলে জানান আইনমন্ত্রী।

প্রশ্নোত্তর পর্ব, জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয় আর বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনা স্থগিত রেখে আইন প্রনয়ণ কার্যাবলি শুরু করতে চান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। পয়েন্ট অব অর্ডারের আলোচনা শেষে, আইনমন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করেন। বেশ কয়েকজন সদস্য বিলটি নিয়ে জনমত যাচাইয়ের প্রস্তাব দেন। কণ্ঠভোটে নাকোচ হয়ে যায় যাচাই-বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবও।
বিলটির বিভিন্ন ধারায় সংশোধনী প্রস্তাব দেন জাতীয় পার্টির সংসদ সদস্য এ্যাডভোকেট সালমা ইসলামসহ আরো কয়েকজন এমপি।

এরপর সংসদীয় রীতি অনুযায়ি, বিলটি পাসের প্রস্তাব করেন আইনমন্ত্রী। কণ্ঠভোটে পাস হয় গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন বিল-২০১৯।

এ বিলটি পাসের ফলে নির্বাচনে ইভিএম ব্যবহারে জটিলতা থাকলো না। সহজে অনলাইনে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। পাশাপাশি যাচাই বাছাইয়ের একদিন আগে পর্যন্ত খেলাপী ঋণ পরিশোধের সুযোগ পাবেন সম্ভাব্য প্রার্থীরা।

এর বাইরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন এণ্ড অ্যারোস্পেস বিল-২০১৯ আর পার্বত্য চট্টগ্রাম জমি আধিগ্রহণ সংশোধন বিল-২০১৯ সংসদে পাস হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply